রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুর হাসপাতালে স্ত্রী হাসনা বেগমের (৩৫) লাশ ফেলে পালিয়েছে স্বামী রাশেদুল। জানা যায়য়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই তোফায়লের মোড় এলাকার মৃত মোজামের ছেলে রাশেদুল ইসলাম স্ত্রী তিন সন্তানের জননী হাসনা বেগম (৩৫)-কে প্রায় যৌতুকের টাকার জন্য মারধর করতো। কিন্তু দরিদ্র পিতার সংসারের অবস্থা ভেবেই সব অত্যাচার সহ্য করত হাসনা। গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে যৌতুকের জন্য স্ত্রীকে এলোপাথারি কিল ঘুষি মারার সময় ঘটনাস্থলেই মারা যায় হাসনা বেগম। পরে রাশেদুল কৌশল করে মৃত হাসনা বেগমের গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তড়িঘরি করে রাত সাড়ে ৮টায় হাসনা বেগমের লাশ সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেখে পালিয়ে যায় রাশেদুল। এ ব্যাপারে হাসপাতালের কর্মরত ডাঃ শহিদার রহমান মিলন জানান, মৃত হাসনা বেগমের শরীরের অনেক স্থানে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসির দাগ রয়েছে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, হাসনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।