Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক মামলায় যশোরের এক নারীর ৫ বছরের কারাদন্ড

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৮ পিএম

যশোরে মাদক মামলায় এক নারীর পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আদুরী বেগম যশোর শহরের শংকরপুর মুরগীর ফার্মগেট এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৬ নভেম্বর বিকেলে চৌগাছা থানা পুলিশ জানতে পারে দিঘলসিংহা থেকে এক মাদককার বারী ভ্যানে মাদক বহন করে চৌগাছা বাজারের দিকে আসছেন। খবর পেয়ে পুলিশ ছুটিপুর বাসস্টান্ড এলাকায় অবস্থান নেয়। বিকেল সাড়ে চারটায় ভ্যানে আদুরী আসে। এসময় পুলিশ তাকে তল্লাশি করে করে বোরকার নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চৌগাছা থানার এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ ডিসেম্বর চৌগাছা থানার এসআই প্রবীর কুমার বিশ্বাস আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করে আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ