Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাকে মারধর করায় ৭ জনের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে নির্যাতনের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। রোববার রাতে থানায় মামলাটি দায়ের করে মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন। গত শনিবার কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ রুহুল আমীন ও তার লোকজন বাড়িতে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে শারীরিক নির্যাতন করে। আহত অবস্থায় মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রতিপক্ষের নুরুল আমিন, আল আমুন, রুহুল আমিন, রফিকুল ইসলাম, দুলাল মিয়া, জালাল উদ্দিন ও নাজিম উদ্দিনের নাম উল্লেখ করে রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি বদরুল আলম খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ