বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের দু’গ্রুপের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এক গ্রুপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদ এবং অপর গ্রুপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান এবং তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় সাকিব প্লাজা চত্ত্বরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মোঃ মতিয়ার রহমান ও তার ভাই ভারপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করে। উপজেলা যুবলীগ সহ সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ও কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, প্যানের মেয়র মীর হাবিবুর রহমান, যুবলীগ সদস্য মিজানুর রহমান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবুল ইসলাম প্রমুখ।
অপর দিকে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান চিকিৎসা শেষে আমতলীতে আগমন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের একাংশ তাকে কুপিয়ে আহত করার সুষ্ঠু বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এসএম শাহজাহান কবির, জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, আ’লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসা, যুবলীগ সভাপতি জিএম হাসান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মৃধা প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন খানকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেন। এ ঘটনায় আমতলী উপজেলা ম্যাজিস্ট্রেড আদালতে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবর রহমানকে জড়িয়ে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলার আসামী করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।