রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলার ছিলামনির বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কালোবাজারে পাচারকালে জনতা ২৩০ বস্তা চাল আটক করে থানার দিয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ জলিল মন্ডল বাদি হয়ে ধুবনী কঞ্চিবাড়ী গ্রামের গোলাম রব্বানীর পুত্র ফেয়ারপ্রাইজ ডিলার জি.এম.এম. এমিল সাদেকিনকে আসামি করে মামলা করেছেন। মামলা দায়ের পর থেকে ডিলার এমিল সাদেকিন পলাতক রয়েছে। জানা গেছে গত রোববার দুপুর ১টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ফেয়ারপ্রাইজ ডিলার এমিল সাদেকিন খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল হতদরিদ্র কার্ডধারীদের মাঝে বিতরণ না করে গুদাম ঘর থেকে একটি ট্রলী ও একটি পিকআপে ২৩০ বস্তা চাল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সময় স্থানীয় জনতা আটক করে। এরপর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য নিয়ন্ত্রক ঘটনাস্থলে পৌঁছে ৩০ কেজির ২৩০ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে দেন। মামলা সংক্রান্ত ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) হাবিবুল আলম জানান, চালের ব্যাপারে সামন্য অনিয়মকে ছাড় দেয়া হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।