Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ১২ বছরের কারাদন্ড

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:২২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার মামলায় এক যুবককে ১২ বছরের কারাদন্ড দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত।

বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান ৩ টি পৃথক ধারায় ৫ বছর, ৪ বছর ও ৩ বছরের কারাদন্ডের এ রায় ঘোষণা করেন। এছাড়াও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আর ১ বছরের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী মোজাফফর হোসেন ওরফে রনি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার দন্ডপাল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এজাহার সুত্রে জানাযায়, রনি সেনাবাহিনীর কর্মকর্তা সেজে ভুয়া ফেসবুক এ্যকাউন্ট এর মাধ্যমে চাকুরী দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পেয়ে র‌্যাব ২০২০ সালের জুলাই মাসে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে আটক করে। পরে বাগমারা থানায় র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করে। স্বাক্ষী গ্রহণ শেষে আদালত রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ২৩ (২) ধারায় ৫ বছর সশ্রম কারাদন্ড ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিমাশ্রম কারাদন্ড, ২৪ (২) ধারায় ৪বছর সশ্রম কারাদন্ড ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিমাশ্রম কারাদন্ড এবং ২৬ (২)ধারায় ৩ বছর সশ্রম কারাদন্ড,২ লক্ষ টাকা জরিমান অনাদায়ে ৩ মাসের বিমাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আদালত রায়ে উল্লেখ করেন, পৃথক সাজা একটার পর একটা কার্যকর হবে এবং জরিমানার অর্থ প্রতারণার শিকার ব্যক্তিরা পাবেন। আসামী রনি পলাতক রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ