Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে আমন কাটা-মাড়াই শুরু সচল হয়ে উঠেছে বন্ধ চাতাল

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : নীলফামারীর সৈয়দপুরের পাঁচটি ইউনিয়নসহ আশপাশের এলাকায় পুরোদমে আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। চলতি বছর ধানের ফলন ও হাট-বাজারে কিছুটা দাম পাওয়ায় কৃষকরা বেজায় খুশি। সেইসঙ্গে ধানের অভাবে বন্ধ হয়ে যাওয়া চাতাল কলগুলো আবার সচল হয়ে উঠেছে। এ কারণে বেকার নারী-পুরুষ শ্রমিকরা কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন। চাতালগুলোতে এখন ধান শুকানো ও ভাঙার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব শ্রমিক। উপজেলার বিভিন্ন স্থানে ৫শ’র অধিক চালকল রয়েছে। এর মধ্যে কয়েকটি রয়েছে অটো রাইসমিল। এসব মিলে প্রায় ৫ হাজার নারী-পুরুষ শ্রমিক দিন-রাত কাজ করেন। অধিকাংশ মিল ও চাতাল ধানের অভাবে বন্ধ থাকার পর আমন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুমে আবারো সচল হয়েছে। চাতালগুলো নতুন ধান পাওয়ায় শ্রমিকের ব্যস্ততা ও আয় দুটোই বেড়েছে। ধান শুকানো ও ভাঙার পর মালিকরা তা বাজারজাত করছেন এবং কেউ কেউ মজুদ গড়ে তুলছেন চালের। এদিকে মিল মালিকদের অভিযোগ, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে তারা নিয়মিত মিল সচল রাখতে পারছেন না। ফলে তাদের ক্ষতি হচ্ছে। অপরদিকে ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হওয়ায় মিল চাতালে শ্রমিকের বেশি প্রয়োজন হওয়ায় উপজেলার সর্বত্র মজুর সংকট দেখা দিয়েছে। এ কারণে কৃষক ও মিল চাতাল মালিকদের কোনো কোনো ক্ষেত্রে বেশি অর্থ গুনতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ