Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে ‘মুজিব: একটি জাতির রূপকার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:২১ এএম

কয়েক বছর ধরেই সিনেজগতে আলোচনার নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। বহুল আলোচিত বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমাটি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বরে। শোনা যাচ্ছে, পরিচালক শ্যাম বেনেগাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনেমাটির চূড়ান্ত সংস্করণ দেখাবেন, তারপর মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।

সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বায়োপিকটির এডিটিং শেষের পথে। মুক্তির আগে সিনেমাটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে দেখানো হবে। এরপর এ বছরের শেষে আনুষ্ঠানিকভাবে বায়োপিকটি মুক্তি পেতে পারে।

তিনি আরো বলেন, ‘বেনেগাল ও তার দল সিনেমাটির শুটিং, এডিটিং ও কম্পিউটার গ্রাফিকসের কাজ প্রায় শেষ করে ফেলেছেন। এ কাজগুলো পুরোপুরি শেষ করে আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে বায়োপিকটি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার কার্যালয়ে দেখানো হবে। আমরা আশা করছি সিনেমাটি এ বছরের শেষের দিকের একটি দিনে আনুষ্ঠানিকভাবে মুক্তি দিতে পারব। সেই দিনটি নির্ধারণ করা গেলেই আমরা জানিয়ে দেব।’

আসলে দুই রাষ্ট্রের বিনিয়োগে তৈরি এ সিনেমার মুক্তি অনেকটাই নির্ভর করছে সিনেমাটির পরিচালক বলিউডের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগালের ওপর। নির্মাণ প্রক্রিয়া ও সিনেমা মুক্তির প্রস্তুতি শেষে তিনিই জানাবেন ঠিক কোন তারিখে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব।

চলতি বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ‘মুজিব’ সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়। এরপর শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। শ্যাম বেনেগাল তখন বলেছেন, ‘যাঁরা সমালোচনা করছেন, তাঁদের উদ্দেশে আমার একটাই কথা—আপনারা তো এখনো আসল সিনেমাটাই দেখেননি। তার আগে শুধু একটা ট্রেলার দেখে এত গালমন্দ করার কী যুক্তি থাকতে পারে আমার মাথায় ঢুকছে না। সিনেমাটা মুক্তি পাক, সবাই দেখুন—তারপর দর্শকদের রায় আমি নিশ্চয়ই মাথা পেতে নেব।’

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ