Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

রাজবাড়ী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নে ব্র্যাক স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) বুশরা সাইয়েদা এ রায় প্রদান করেন।
দণ্ডকৃতরা হলেন, মো. খলিল রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে ও মো. নীল চাঁদ একই গ্রামের মো. রহিম শেখের ছেলে।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার বলেন, ২০১২ সালের ৬ নভেম্বর দুপুর ২টার সময় রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামে ছাগলের ঘাস খাওয়ানোর জন্য ব্র্যাক স্কুলের এক ছাত্রী মাঠে যায়। ফজলুর বাড়ির নিকট কলাবাগানে থাকা খলিল ও নীল চাঁদ ওই ছাত্রীকে ধরে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের জেরা শেষে আদালত এ রায় প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ