বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের জিম্মি করে মানববন্ধন ও সড়ক অবরোধ করার ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মাহমুদ হোসেন মণ্ডল বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম শহীদকে শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এতে বলা হয়, গত ৩০ আগস্ট স্কুলে পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে রাস্তায় মানববন্ধন করা শিক্ষা কার্যক্রমের পরিপন্থী। উক্ত মানববন্ধন ও সড়ক অবরোধের খবর দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং জেলা শিক্ষা অফিসারের পরামর্শক্রমে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব আগামী সাত কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।