Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুলবাড়ীতে সারের দোকানে অভিযান

দুই ব্যবসায়ীকে জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুমোদন ছাড়াই সার বিক্রয়, মেয়াদ ও ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর ১২টায় উপজেলা সড়কে মেসার্স উর্মি ট্রেডার্স ও মেসার্স মন্ডল ট্রেডার্সকে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা আদায় করেন। উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার জানান, সারের কৃত্রিম সঙ্কট দূর করতে ন্যায্য মূল্যে সার বিক্রয়ে উপজেলা কৃষি অফিস নিয়মিত বাজার মনিটরিং করছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উর্মি ট্রেডার্সকে ৫ হাজার ও মন্ডল ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা কৃষি অফিস মাঠপর্যায়ে কাজ করায় প্রান্তিক কৃষকরা এর সুফল পাচ্ছে বলেও জানান তিনি। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহানুর রহমানসহ ফুলবাড়ী থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ