Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের হাতে কলেজছাত্রকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৮ পিএম

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুর্বৃত্তদের হাতে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। ।বুধবার দুপুরে শহরের রেন্ডিতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অনিক আকন (১৮) সবুজবাগ এলাকার সিরাজ আকনের ছেলে ও মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওএমএস এর চাল ক্রয়ের জন্য বাসা থেকে রেন্ডিতলা ডিলারের দোকানে যাচ্ছিল শিক্ষার্থী অনিক। মাঝপথে ৩-৫ জন কিশোর দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অনিককে কোপাতে থাকে। ওই শিক্ষার্থীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা অনিককে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অনিকের হাতে ও চোখে আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক।

মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসার বলেন, এই ঘটনার বিচার না হলে অপরাধ দিনে দিনে বৃদ্ধি পেতেই থাকবে। প্রশাসনের কাছে দাবী, দ্রæত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন জানান, অনিকের শরীরের বিভিন্ন স্থানে ধারালে অস্ত্রের আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে ভুক্তভোগী কিংবা তার পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনায় তিন থেকে ৪জনের নাম পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ