বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে দবিরুল ইসলাম নামে এক যুবককে ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দবিরুল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার চাঁদপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ডে পৌছালে পুলিশ বাসে তল্লাশি চালায়। পরে একটি ট্রাংকে রাখা ১৫০ বোতল ফেন্সিডিলসহ দবিরুলকে পুলিশ গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানা সহকারি উপপরিদর্শক (এএসআই) মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে ফেন্সিডিলসহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।