Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় পরিমাণে কম দেওয়ায় জ্বালানি তেলের দোকানকে জরিমানা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৯ পিএম

ভোলা জেলার সদর উপজেলায় আজ পরিমাণে কম দেওয়ায় জ্বালানি তেলের দুইটি দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খেয়াঘাট ব্রীজ সংলগ্ন চরকালী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।

সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, হাজী ভ্যারাইটিস স্টোর ও তাহমিদ লুব হাউজে একলিটার বোতলে নির্দিষ্ট পরিমানের চাইতে ৭০ থেকে ৮০ এমএল তেল এবং দুইলিটারের বোতলে একশ’ এমএল তেল কম দেয়া হচ্ছিল। এতে ভোক্তারা চরমভাবে প্রতারিত হচ্ছিলেন।

তিনি জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে হাজী ভ্যারাইটিস স্টোরকে সাতহাজার টাকা ও তাহমিদ লুব হাউজকে সাতহাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ