Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে বিএনপির কর্মসূচিতে পুলিশ-বিএনপির সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৩ পিএম

নাটোরের লালপুরে বিএনপির কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপে আব্দুল মজিদ, আমির হোসেন, আলি আহমেদ (৬০), আনোয়ার (৫০), জিল্লুর রহমান (৩৮) নামে বিএনপির ৫জন কর্মী আহত হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গৌরিপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাস ভবনে সমানে জেলা বিএনপির সদ্য প্রয়াত আহবায়ক আমিনুল হকের শোকসভা ও কেন্দ্রিয় বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসুচীর আয়োজন করে লালপুর উপজেলা গোপালপুর পৌর বিএনপি। গৌরিপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাস ভবনে সমাবেশ করার পর বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পালিদহ এলাকায় গেলে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠি চার্জ ও দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ৫ জন আহত হয়।

আহতরা হলো আব্দুল মজিদ, আমির হোসেন, আলি আহমেদ (৬০), আনোয়ার (৫০), জিল্লুর রহমান (৩৮) নামে বিএনপির পাঁচজন কর্মী আহত হয়। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, বিএনপির শান্তিপুর্ন কর্মসুচীতে পুলিশ বিনা উস্কানিতে লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। এছাড়া আওয়ামীলীগ কর্মীরাও মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করেছে।

লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেন, বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে একদিন আগে থেকেই আওয়ামী লীগ প্রোগ্রাম করতে না দিতে মিছিল করে। এবং সকাল থেকেই প্রোগ্রামে আসার সময় বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীদের ফিরে দিয়েছে আওয়ামীগের নেতাকর্মীরা। এছাড়াও আমাদের শান্তি পূর্ণ মিছিলে পুলিশ টিয়ার শেল ও লাঠিচার্জ করেছে ও ছাত্র লীগের নেতাকর্মীরা অর্তকিত হামলা করে অন্তত ১০ জন বিএনপির নেতাকর্মীদের আহত করেছে।

লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, বিএনপি লোকজন শান্তি পূর্ণ ভাবেই যাচ্ছিল, আমরা তাদের কে লাঠি নিয়ে যেতে নিষেধ করাই তারা পুলিশের উপরে চড়াও হয় এবং রাস্তার পাশের একটি সিএনজি ভাঙচুর করে। পরে আমরা তাদের নীর্বিত করার জন্য দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করি। এছাড়া শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম শেষ করেছে বিএনপি। কোন ধরনের লাঠি চার্জ করা হয়নি। '



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ