Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ

হামলাকারী প্রীতম গ্রেফতার

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজের ওপরে বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। ঘটনার সাথে জড়িত মূল আসামি প্রীতমকে তার নানা বাড়ি ঘিওর থেকে গতকাল মঙ্গলবার র‌্যাব-৪ আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব চত্বরে জেলার মুক্তিযোদ্ধারা ঘণ্টা ব্যপী মানববন্ধন করেন বীর মু্ক্িতযোদ্ধা ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম আরজু, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি সরকার, জাগীর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ। এসময় মানববন্ধনে জেলার শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে রাস্তায় লুটিয়ে পরে। তখন ইট দিয়ে চোখে আঘাত করে প্রীতম। সে কারনে তার বাম পাশের চোখটি নষ্ট হয়ে যায়।
বীর মুক্তিযোদ্ধা মো. আজিজের একটি অঙ্গ হানির হয়ে গেছে। সে জন্য দণ্ডবিধির সাথে এই অঙ্গ হানির কারনে আরো কঠিন ধারা দিয়ে মামলা পুনরায় লিপিবদ্ধ করতে হবে বলে দাবি করেন।
প্রসঙ্গত, আসামি প্রীতমকে তার নানা বাড়ি ঘিওর উপজেলা থেকে মঙ্গলবার র‌্যাব-৪ আটক করেছেন। গত রবিবার মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকায় সস্ত্রাসী প্রীতম হামলায় গুরুতর আহত হন আব্দুল অজিজ। বর্তমানে তিনি ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ