বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ ৪জনকে রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায়।
হামলার শিকার মো: আলমগীর জানান, রোববার দুপুরে অতর্কিতভাবে প্রতিপক্ষ নোয়াপাড়া এলাকার মোস্তফা, হান্নান শওকত পাখি, বাতেন, শাহিন, শাহ আলম, আমির আলী ও মুসলিম, খুশু, ময়নাসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশের কারণ জানতে চাইলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলার শিকার হওয়া আলমগীরের মাথায় আঘাত করে। এ সময় তার পিতা মো: ফেলু মিয়া, মা শাবাতুন নেছা, বোন জবনুর বাধা দিতে গেলে হামলাকরীরা তাদেরও লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ ঘটনায় নারীসহ ৪জন যখম হলে প্রতিবেশীদের সহায়তায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন , এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।