Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ইত্তেফাকুল আইয়িম্বাহ প্রতিনিধি সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে মোল্লা কমিউনিটি সেন্টারে ইত্তেফাকুল আইয়িম্বাহ পৌরসভারই দ্বিতীয় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি শামসুল ইসলাম জিলানী (কুমিল্লা)। গত সোমবার বিকেলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আমজাদ হোসেন সাইখুল হাদিস মুরাদনগর । দাউদকান্দি পৌর ইত্তেফাকুল আইয়িম্বাহর সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ফয়েজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি মোজাম্মেল হক ফারুক কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা সোলাইমান, মুফতি আশফাকুর রহমান, মুফতি তাওহীদুর ইসলাম। এছড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাশার, মাওলানা ওমর ফারুক বিন আশরাফ, মাওলানা হাফেজ শরিফুজ্জামান, মাওলানা হাফেজ দিদার হোসাইন, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম মাওলানা আমির হোসেন।
এ প্রতিনিধি সম্মেলনে দাউদকান্দির বিভিন্ন মাদরাসা ও মসজিদের প্রচুর আলেম-ওলামা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ