Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ মহড়ায় সংসদে আতঙ্ক

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের শুরু হয়েছে। প্রথম দিনের অধিবেশনের শেষ পর্যায়ে অর্থাৎ রাত ৭ টার দিকে পর পর তিন থেকে ৪টি বিকট শব্দের আওয়াজ হয়। বিকট শব্দে সংসদ ভবনের ভেতরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃখলাবাহিনীর সদস্যরা দৌড়াদৌড়ি শুরু করে। আবার অনেক কর্মকতা কর্মচারী সিঁড়ি বেয়ে দৌড়াতে থাকেন।  দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী দিগি¦দিক ছুটতে থাকে। একজন আরেক জনের সাথে বলাবলি করতে থাকেন গোলা-গুলি হচ্ছে। এক পুলিশ সদস্য দৌড়ে এসে বলেন ভাই গোলাগুলি  হচ্ছে। আরেকজন বলেন বাইরে আগুন জ্বলছে। এদিকে মহানগর পুলিশ কমিশনার একটি বিজ্ঞপ্তিতে বলেছে সংসদের ভবন এলাকায় কোনো প্রকার আতশবাজি ফুটানো যাবে না। তার পর এটি করা হয়েছে।
ঘটনার সত্যতা খুঁজতে বাইরে গিয়ে দেখে যায় উৎসুক লোকজন বসে আছে। সংসদের মূল গেটের দায়িত্বরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাই অনেকে নামাজ শেষ না করেই  দৌঁড়াতে থাকেন। ভয়ে সবাই দৌড়াদৌড়ি করতে থাকেন। ঘটনা কি ঘটেছিল জানতে চাইলে বলেন, আসছে ৭ ডিসেম্বর বিদ্যুতের ১৩ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করায় উৎসব করা হবে। এ জন্য একটি মহড়া চলছিল।
এবিষয়টি নিয়ে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া জাতীয় সংসদের সার্জেট অ্যাটআর্মসকে ডেকে জানতে চান সংসদ অধিবেশন চলাকালীন এ ধরণের ঘটনা কেন ঘটানো হলো। এর জবাবে সার্জেট অ্যার্টআমস জানান স্পিকারের অনুমতি রয়েছে। জানা যায়, সংসদ থেকে প্রধানমন্ত্রী বের হয়ে যাওয়ার পর পরই এমন ঘটনা ঘটানো হয়। সংসদের দক্ষিণ প্লাজায় আতশবাজি ফুটানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ