Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ তিনজনের জামিন

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হত্যা মামলার আসামি হয়ে বিনাবিচারে একযুগ ধরে কারাগারে আটক চার ব্যক্তির মধ্যে তিনজনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চারজনের মামলাই ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।
এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সেন্টু ওরফে কামাল, চাঁন মিয়া ওরফে কালু মিয়া, মকবুল হোসেন এবং বিল্লাল হোসেনকে হাইকোর্টে হাজির করা হয়। বিনাবিচারে এক যুগ ধরে কারাগারে রয়েছেন তারা। চারজনকে হাজিরের পর শুনানি শেষে সেন্টু, মকবুল ও বিল্লালকে জামিন দেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে চানমিয়ার জামিনের নির্দেশ দিতে বলা হয়েছে।  একাধিক হত্যাকা-ের ঘটনায় রাজধানীর চারটি থানায় পৃথক চারটি হত্যামামলা দায়ের করা হয়। এর মধ্যে উত্তরা থানার মামলায় মকবুল হোসেন ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি, তেজগাঁও থানার মামলায় বিল্লাল হোসেন ২০০২ সালের ২১ নভেম্বর, শ্যামপুর থানার মামলায় চাঁন মিয়া ২০০১ সালের ৭ ডিসেম্বর এবং মতিঝিল থানার মামলায় সেন্টু ২০০১ সালের ১৮ এপ্রিল গ্রেফতার হয়ে কারাগারে যান। এসব মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণও। কিন্তু পর্যাপ্ত সাক্ষী হাজির করতে না পারায় এখনো শেষ হয়নি বিচারকাজ। ফলে বিনাবিচারে ওই চার আসামি ১৪ থেকে ১৬ বছর ধরে কারাগারে আটক রয়েছেন। এ নিয়ে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও কুমার দেবলু দে।  শুনানি নিয়ে হাইকোর্ট আদেশের পাশাপাশি রুল জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ