Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পুত্রবধূর অভিযোগে সালিশে শাশুড়িকে পেটালো আ.লীগ নেতা

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাহফুজ মন্ডল, বগুড়া থেকে : বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে পুত্রবধুর অভিযোগে আয়োজিত গ্রাম্য সালিশে আমেনা বিবি (৫০) নামে এক শ্বাশুড়িকে জনসম্মুখে লাঠি দিয়ে অমানুষিক নির্যাতন করেছে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ লাটিম। বর্তমানে আমেনা বেগম বগুড়া মোহাম্মাদ আলী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মহিলা সার্জারী ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। গত ৩০ নভেম্বর সদরের রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে জনসম্মুখে নির্যাতনকারী ইউপি সদস্য ও তার লোকজনের বিচার দাবি করেছেন অসহায় ওই মহিলা। তিনি সাংবাদিকদের নিকট আরও অভিযোগ করেছেন, যদি তারা থানায় কিংবা অন্য কোথাও এ ব্যাপারে অভিযোগ দায়ের করে তাহলে তাদের সকলকে গ্রামছাড়া করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের জনৈক হবিবর রহমানের স্ত্রী আমেনা বেগমের সাথে তার পুত্রবধুর সাংসারিক বিষয় নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি আমেনার পুত্রবধু রামেশ্বরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ লাটিমের কাছে এ বিষয়ে বিচার দাবী করে অভিযোগ করেন। ইউপি সদস্য লাটিম গত ৩০ নভেম্বর বেলা ১০টায় গ্রামে সালিশ ডাকেন। সালিশে পুত্রবধূকে বটি দিয়ে আঘাত করার ঘটনায় আমেনা বিবিকে দোষী সাব্যস্ত করে ইউপি সদস্য লাটিম আমেনা তার চুলের মুঠি ধরে লাঠি দিয়ে পা থেকে পুরো শরীরে আঘাত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ