Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ আবুল হায়াতের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

আজ একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, পরিচালক, নাট্যরচয়িতা আবুল হায়াতের জন্মদিন। আজ তিনি ৭৯’তে পা রাখছেন। জন্মদিন নিয়ে তার পরিবারের বিশেষভাবে উদযাপনের কোন পরিকল্পনা নেই। তবে আজ দুপুর ১২.৩০ মিনিটে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘তারকা কথন’-এ অংশগ্রহন করবেন তিনি। জন্মদিন উপলক্ষে মঞ্চের জন্য নতুন একটি নাটক রচনা করেছেন। নাটকটির নাম ‘শোধ’। আগামী ১০ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মঞ্চস্থ হবে। জন্মদিন নিয়ে আবুল হায়াত বলেন, জন্মদিনে একটা চাওয়াই আমার, আমি যেন আমার অসমাপ্ত কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন করে যেতে পারি। অভিনয়ের চেয়ে লেখালেখির দিকে মনোযোগটা বাড়াচ্ছি। নিজের জীবনী লিখছি। জন্মদিনে আমার বড় মেয়ে বিপাশা এবং তার পরিবারের সবাইকে মিস করবো। সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার স্ত্রী শিরীন, সন্তান, নাতি নাতনীদের নিয়ে যেন ভালো থাকতে পারি। আমার এ জীবনে অনেক প্রাপ্তি। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। জন্মদিনে গুণী এই ব্যক্তিত্বকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ