বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে একটি শাখা সড়কের পাশে জঙ্গলের মধ্য থেকে থেকে গলাকাটা অবস্থায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা ছুরি জব্দ করা হয়। তবে তার অটো রিকশাটি পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরে ঝাউচরের শাখা সড়কের পাশে থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নাছির হোসেন (৩৫) খুলনা জেলার বাগেরহাট থানা এলাকার আইয়ুব আলীর ছেলে। সাভারের হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
হেমায়েতপুর ট্যানাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, সকালে ড়সকের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ দেখে ৯৯৯ এ কল করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্যান্টের পকেটে থাকা মুঠোফোন থেকে তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারি, তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তাকে গলাকেটে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। লাশের পাশেই পড়ে ছিল হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা ছুরি।
প্রাথমিক ভাবে তিনি ধারণা করছেন, রাতের কোন এক সময় ওই চালককে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
নিহতের স্ত্রী লাভলী বেগম বলেন, রাতে তার স্বামী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বেরিয়েছিলো। কিন্তু অনেক রাত হলেও সে আর বাসায় ফেরেনি। মোবাইলে অনেকবার কল করা হলেও ধরেননি। পরে আজ (মঙ্গলবার) সকালে পুলিশ ফোন করে স্বামীর মৃত্যুর খবর জানায়।
এসআই জাহিদুল বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।