Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট চোর সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না

মিজানুর রহমান মিনু

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, দেশে জনগণের ভোটের অধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রম করছে। জনগণ আওয়ামীলীকে ভোট দেয়না বলে তারা গনতন্ত্র বিশ্বাস করেনা। তারা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসে, এই লুটেরা ভোট চোর সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। চাল, ডাল, তেল, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে নৌকার পাল ভেঙ্গে পড়েছে । এখন জেগেছে জনতা দেশবাসীর মনে দুলছে বিএনপির মার্কা ধানের শীষবিএনপির কর্মসুচিতে মানূষের ঢল দেখে সভা সমাবেশে আসতে বিএনপির নেতাকর্মীদের বাধা সৃষ্টি করা হচ্ছে।

গত সোমবার বিকেলে সরকারের জালানি তেলসহ নিত্যপ্রয়োজনী দ্রব্য মূল্যে ও পুলিশের গুলিতে ভোলায় ছাত্রদল নেতা নুর আলম সেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম এবং নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবদে কেন্দ্র্রীয় কর্মসুচির অংশ হিসাবে কগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রম হাটখোলার পাশে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে আদমদীঘি উপজেলা বিনেপির সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চলনায় এ গণসমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউর করিম বাদশা, আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নিবার্হী সদস্য বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল বারি তালুদার বেলাল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন চান, আলি আজগর হেনা, রানীনগর বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বুলু, এই গনসমাবে উপজেলা সদরে করার কথা থাকলে ও সেখানে আওয়ামী লীগ সভার ডাক দিলে সেখান থেকে ৫ কিলমিটার দুরে এ স্থানে সভা করেন স্থানীয় বিএনপি। সভাতে অংমগ্রহণের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকমী আসার পথিমধ্যে তাদের আওয়ামী লীগ সমর্থকারীরা বাধা প্রদান করার অভিযোগ করে স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন। এর পরও বৃষ্টি অপেক্ষা করে সভাস্থলে বিএনপির নেতাকর্মীসহ হাজার হাজার মানূষ উপস্থিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ