বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের চাষাড়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং গেইটে আত্মহত্যার উদ্দেশ্যে রেললাইনের উপর শুয়ে পড়া পথচারী মামুনকে বাঁচানো কর্তব্যরত অস্থায়ী গেইটম্যান বিল্লাল হোসেন মজুমদারকে গতকাল রোববার সংবর্ধিত করলো রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।
সংবর্ধনা অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, নিজের জীবন বাজি রেখে যে অন্যকে বাঁচালো সে শুধু রেলওয়ের নয় বরং দেশের গর্ব। রেলওয়ের লোকজন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। মানুষের জীবন বাঁচিয়ে তিনি সকলের দৃষ্টান্ত হয়ে থাকবেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
বিল্লাল হোসেন মজুমদার একজন অস্থায়ী গেইটম্যান। তিনি স্থায়ীকরণের দাবী করলে মন্ত্রী বয়সের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন বিশেষ বিবেচনার জন্য প্রেসিডেন্ট বরাবর আবেদন করা হবে অথবা তার ছেলে-মেয়ের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেয়ার ব্যবস্থা করা হবে।
রেলপথ মন্ত্রী এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিল্লাল হোসেন মজুমদারের হাতে নগদ ১ লাখ টাকা, পায়জামা, পাঞ্জাবী, টুপি, লুঙ্গি তুলে দেন। এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী ছাড়াও রেলপথ সচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।