বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন আপিল বিভাগ। ফলে আগামী তিন মাস তার জামিন স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। গতকাল রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
বশির আহমেদ জানান, মিনার চৌধুরীর জামিন ৩ মাসের জন্য স্ট্যান্ডওভার করেছেন আদালত। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি তার জামিনের বিষয়টি আদেশের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য আসবে। এর আগে গত ২৮ নভেম্বর মিনার চৌধুরীর জামিন স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।