Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

চুনারুঘাটে ব্রিজের মাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

এস এম সুলতান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

হবিগঞ্জের চুনারুঘাট ব্রিজের গোড়ার মাটি ধসে যাওয়ায় ২টি চা বাগানসহ ১০টি গ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে। জানা যায়, প্রচুর বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত রোববার সকালে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাও শ্রীবাড়ি পাকা রাস্তার ঢেউছড়ার ওপর নির্মিত ব্রিজের ঘোরার মাটি সরে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দারাগাও চা বাগানের পুরানটিলা, শ্রীবাড়ি চা বাগান, টিলাগাও, কুনাউড়া, দারাগাওসহ ১০টি গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান মো. আব্দাদুর রহমান আব্দাল জানান, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পূর্বেও মাটি সরে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হলে তিনি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেরামত করে দিয়েছিলেন। গত শনিবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রবিবার সকালে আবারোও ব্রিজের গোড়ার মাটি ভেঙে চলে যায়। ফলে যান যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে, মেরামত করে যান চলাচল স্বাভাবিক করে দেয়ার। স্থায়ী সমাধানেরও আশ্বাস প্রদান করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ