Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবি

মির্জাপুরে শিক্ষার্থী ও গ্রামবাসীর মানববন্ধন

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসা ছাত্র সিফাত (১৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান মির্জাপুর আফাজউদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার শিক্ষার্থী ও গ্রামবাসি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
গতকাল সোমবার সকালে গোড়াইল গ্রাম থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে আসে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে মিছিলে অংশগ্রহণকারীরা মানববন্ধন করেন।
মানববন্ধন চালাকালে বক্তব্য রাখেন সিফাতের বাবা শহীদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের সম্পাদক সাবেক ভিপি আবু সাঈদ প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মাদরাসার শিক্ষার্থী ও গোড়াইল গ্রামের নারী-পুরুষসহ সহস্রাধিক লোকজন অংশগ্রহণ করেন। এসময় তারা খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন ফেসটুন ও ব্যানার বহন করে। উল্লেখ্য, গত ২৯ আগস্ট মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্র সিফাত মিয়া (১৩) কে রাতে হত্যা করে লাশ মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলে পাড়ার ধৈইঞ্চা ক্ষেতে ফেলে রাখে। রাতেই মির্জাপুর থানা পুলিশ সিফাতের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সিফাত হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজনে স্বীকারোক্তি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ