Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে গর্তের পানিতে পড়ে শাহজালাল বিশ্বাস নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে এ ঘটনা ঘটেছে। শাহজালাল বিশ্বাস ওই গ্রামের আশরাফুল বিশ্বাসের ছেলে। স্থানীয় ও শিশুর পারিবারিক সূত্র জানায়, শিশু শাহজালাল ঘটনার সময় বাড়িতে খেলা করছিল। এসময় মায়ের অজান্তে বাড়ির দক্ষিণে সড়কের পাশের গর্তের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজা-খুঁজির পর ওই গর্তে লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে মৃত অবস্থায় শিশু শাহজালাল বিশ্বাসের লাশ উদ্ধার করেন তার স্বজনরা।
এ ব্যাপারে বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ আড়াই বছরের শিশু শাহজালাল বিশ্বাসের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ