Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুসলমানদের হারানো ঐতিহ্য ফিরাতে যোগ্য নাগরিক দরকার’

কক্সবাজরের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মায়াহাদ আন নিবরাসে দোয়া অনুষ্ঠানে সুধিবৃন্দ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৭ পিএম

কক্সবাজারের কীর্তিমান হাফেজে কুরআন, মা'হাদ আন-নিবরাসের মেধাবী শিক্ষার্থী, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোড়ন সৃষ্টিকারী ক্ষুদে কারি মুশফিকুর রহমান নিবরাসির শবিনাখতম শেষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর এই শবিনাখতম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরমোকাম জামে মসজিদের ইমাম ও খতিব, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি
মাওলানা আবদুল খালেক নিজামী,
মাদ্রাসা যায়েদ বিন সাবিত এর পরিচালক মাওলানা হাফেজ মুবিনুল হক, শহীদ তিতুমীর ইনস্টিটিউটের পরিচালক, মাস্টার শফিকুল হক, দৈনিক ইনকিলাব, কক্সবাজার ব্যুরো প্রধান
সাংবাদিক শামসুল হক শারেক
বাইতুল মোয়াজ্জম জামে মসজিদ খতিব মাওলানা হাফেজ নূরুল হুদা,
শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবুল মনজুর, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক ইমাম খাইর, হাফেজ মুশফিকের পিতা হাফেজ নূরুল হাকিম সোহেল, উপস্থিত ছিলেন মা'হাদ আন-নিবরাসের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা'হাদ আন-নিবরাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক। তিনি মুশফিকের জন্য সাফল্য কামনা করেছেন এবং সকলের দুআ চেয়েছেন।

অনুষ্ঠানে বক্তাগন ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি মুসলমানদের হারানো ঐতিহ্য ফিরাতে যোগ্য নাগরিক তৈরী করার উপর গুরুত্বারোপ করেন এবং মুশফিকসহ সকলের জন্য শুভকামনা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ