বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই এক প্রতিবেশি। গত শনিবার রাতে পন্থিছিলা ফকির পাড়ার আলী আহমদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ ঐ বাড়ির বীর মুক্তিযোদ্ধা নুর আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোরশেদ গত শনিবার রাতে একটি গাড়ি নিয়ে বাড়িতে আসেন। গাড়িটি তাদের নামিয়ে দিয়ে ঘোরানোর সময় প্রতিবেশি বাহাদুরের ছেলে রাফাতের ঘরের সামনে গেলে সে গাড়ি চালকের সাথে ঝগড়া শুরু করে দেয়। এতে খোরশেদ প্রতিবাদ করতে গেলে আরাফাত তার সাথেও ঝগড়া করে। এক পর্যায়ে আরাফাত রান্না ঘর থেকে একটি ধারালো বটি এনে তাকে মারাত্বক যখম করে। পরে পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।