বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আপনারা যারা চিকিৎসাসেবা দিতে কাজ করছেন আমার বিশ্বাস আপনারা সর্বোচ্চ আন্তরিকতার সাথেই কাজ করছেন। আপনাদের সেবায় একজন রোগী মানসিক ও স্বাস্থ্যগত সুস্হ হয়ে উঠতে পারে। ৪ সেপ্টেম্বর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা হাসপাতালের অডিটরিয়ামে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে, অনেক চড়াই উৎড়াই, বন্ধুর পথ পার হয়েছে। আজকে আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনও কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী অতন্ত্র প্রহরীর মত কাজ করবে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও ডাঃ আহসান হাবিব এবং ডাঃ মোর্শেদা মিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) ইয়াসির আরাফাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, এক্স-রে, জিন এক্সপার্ট মেশিন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন,ল্যাব এনালাইজার ও সেল কাউন্টার মেশিন এবং ওটি ফ্যাসিলিটি এর উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।