Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৩ পিএম

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে শহরের চাঁচড়া-ধর্মতলা মহাসড়কে। তবে নিহতের (২৫) নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহত যুবকের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, রবিবার বিকেলে ৪/৫ জনের একদল সন্ত্রাসী ইজিবাইকের ভেতর এক যুবককে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ইমরান ও অন্তর নামে ২ যুবক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এই হত্যাকান্ডে সাথে জড়িত সন্দেহে অন্তর নামে এক জনকে আটক করেছে পুলিশ। তবে ইমরানসহ বাকীরা পলাতক।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, নিহত যুবকের নাম-পরিচয় শনাক্তের জন্য তৎপরতা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ