Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় ইয়াসিন আলীর মুণ্ডু উদ্ধার : ঘাতক গ্রেফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাতক্ষীরার চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকান্ডের মূল আসামিকে গ্রেফতারের পর হত্যার শিকার ইয়াসিন আলীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের একটি কালভার্টের নিচ থেকে বস্তায় ভর্তি মাথাটি উদ্ধার হয়। এর আগে গত শনিবার দিনগত গভীর রাতে ঘাতক জাকির হোসেনকে (৪৮) গ্রেফতার করে র‌্যাব। তার বাড়ি সদর উপজেলার আলিপুর গ্রামে। তিনি বাচ্চু শেখের ছেলে। এদিকে, মাথা উদ্ধারের পর ভিকটিমের ব্যবহৃত পোশাক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার চালাচ্ছে র‌্যাব। উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, খুলনা র‌্যাব ৬-এর অধিনায়ক লে: কর্নেল মোস্তাক আহমেদ।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকার একটি মাছের ঘের থেকে চা দোকানি ইয়াছিন আলীর মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। ইয়াছিন আলী পুরাতন সাতক্ষীরার শাহাবাজ আলীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ