Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বকেয়াসহ চার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নাটোর সুগার মিলস এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ৯ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর সুগার মিলস এর প্রধান ফটকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বকেয়া গ্রাচুইটির অর্থ, বকেয়া গ্রাচুইটির ক্ষতিপূরণ, অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা প্রদান ও বকেয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থ প্রদানসহ চারটি দাবি নিয়ে নাটোর সুগার মিলসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এই বিক্ষোভ সমাবেশ করে। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অধীনে সারা দেশব্যাপী এই কর্মসূচির ডাক দেয়া হয়। এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তা কল্যান পরিষদের¡ সভাপতি আলাউদ্দিন প্রামানিক। পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু। এই বিক্ষোভ সমাবেশে আগামী অক্টোবর মাসের মধ্যেই ৩৮৫ জন কর্মকর্তা কর্মচারীর প্রায় ৪০০ কোটি টাকার বকেয়া পাওনাদি পরিশোধ করার দাবি জানানো হয়। অক্টোবরের মধ্যে দাবী দাওয়া না মেনে নিলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন উপস্থিত বক্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ