রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মানিকগঞ্জের সিংগাইরের জামশা বাজারে ৩টি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরসহ ১২ হাজার মণ পাট ও ১শ’ ৬০ মণ শরিষাসহ পুড়ে গেছে। আগুনের দৃশ্য দেখে গুরুত্বর আহত হয়েছে গুদামের মালিক হাবিবুর রহমান হাবু মোল্লা। গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার জামশা বাজারে তিন ব্যাবসায়ীর পাটের গুদামে আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা হলেন, সিংগাইর উপজেলার জামশা গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবু মোল্লা, নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা গ্রামের জামাল বেপারীর ছেলেবাদশা মিয়া ও একই উপজেলার গরিবপুর গ্রামের ফজল মাদবরের ছেলে আজগর আলী। গুদামের মালিক হাবিবুর রহমান হাবু জানান, জেলার বিভিন্ন হাট-বাজার থেকে পাট কিনে জামশা বাজারের গুদামজাত করা হয়। শনিবার সাড়ে ৯ টার দিকে গুদামে আগুন লাগার কথা জানতে পাই। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা দাবি করেন আগুনে প্রায় ১৫ লাখ টাকার পাট ও শরিষার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সিংগাইর স্টেশন লিডার মো.বাবৃল মিয়া বিষয়টি জানান, সকাল সাড়ে ৯টার েিদক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।