Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় সন্ত্রাসী হামলায় যুবক আহত

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ছাগলনাইয়ার সমিতিবাজারে ওমর ফারুক সাদ্দাম নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবার রাত ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাদ্দাম নিজকনজুরা গ্রামের মনকাজি ভুঁইয়া বাড়ির তাজুল ইসলামের ছেলে। সে পেশায় পিকআপ চালক। সাদ্দামের স্বজনরা জানান, শনিবার রাত ৯টায় মোবাইলে ফ্ল্যাক্সিলোড নিতে সমিতিবাজারে যান সাদ্দাম। এ সময় পারভেজের নেতৃত্বে কয়েকজন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়।
ঘোপাল তদন্ত কেন্দ্রের এসআই এনামুল হক রাতে এ বিষয়ে সাংবাদিকের বলেন, ‘সমিতি বাজারে সাদ্দাম নামে এক ছেলেকে পারভেজ মারধর করেছে শুনেছি। এখনও কেউ অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি আমরা দেখবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ