Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারা গাছের সাথে শত্রুতা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের গুরা মিয়া মুন্সিবাড়ির সড়কের পাশে প্রায় ৬০টি বনজ ও ফলজ চারা ভেঙে নষ্ট করে দিয়েছে কে বা কারা। গত শনিবার রাতে এ ঘটনাটি ঘটে বলে জানান, ওই বাড়ির বাসিন্ধা অধ্যাপক মুহাম্মদ ফারুক।
গত বছর রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের উপস্থিতিতে এ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করা হয়েছিল। এলাকার যুবকদের আর্থিক সহায়তায় সড়কের পাশে ৬০টি বনজ ও ফলজ চারা রোপণ করে তা পরিচর্যা করা হয়েছে। সঠিক পরিচর্যার ফলে গাছগুলো দ্রুত বেড়ে উঠতে থাকে। স্থানীয়রা জানান, প্রতিহিংসার বশবর্তী হয়ে গত শনিবার রাতে কে বা কারা রাতের আঁধারে সবগুলো গাছ ভেঙে নষ্ট করে দিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ