Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় হত্যার শিকার ইয়াসিন আলীর মাথা উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩১ এএম

সাতক্ষীরার চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতারের পর হত্যার শিকার ইয়াসিন আলীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে র্যাব। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের একটি কালভার্টের নীচ থেকে বস্তায় ভর্তি মাথাটি উদ্ধার হয়। এর আগে শনিবার দিবাগত গভীর রাতে ঘাতক জাকির হোসেনকে (৪৮) গ্রেফতার করে র্যাব। তার বাড়ি সদর উপজেলার আলিপুর গ্রামে। তিনি বাচ্চু শেখের ছেলে।
এদিকে,মাথা উদ্ধারের পর ভিকটিমের ব্যবহৃত পোশাক ও হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার চালাচ্ছে র্যাব।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, খুলনা র্যাব ৬ এর অধিনায়ক লে: কর্নেল মোস্তাক আহমেদ।
উল্লেখ্য,গত ৩১ আগষ্ট বুধবার সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকার একটি মাছের ঘের থেকে চা দোকানি ইয়াছিন আলীর মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। ইয়াছিন আলী পুরাতন সাতক্ষীরার শাহাবাজ আলীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ