Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৬ পিএম

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জেলার ১৫ উপজেলায় ৯১ জন।

বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিআইটিআইডি হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালটিতে মোট ভর্তি আছেন ৪৬ জন রোগী।

এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) ২৪ ঘন্টায় জেলায় ৮৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলো।

সবাইকে পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়ে ডা. মো. মামুনুর রশীদ বলেন, খাবারের আগে সবাইকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, শৌচাগার থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পানি ব্যবহারে হাইজিন থাকতে হবে। বাইরের পঁচা বাসি খাবার খাওয়া যাবে না।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৭৬ জন সুস্থ হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মীরসরাইয়ে ৬, সীতাকু- ও সন্দ্বীপে ৪ জন করে, ফটিকছড়িতে ৩ জন, হাটহাজারীতে ৫ জন, রাউজানে ৩, রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ১৬ জন, আনোয়ারায় ১২ জন, পটিয়ায় ১০ জন ও বাঁশাখালীতে ৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া চন্দনাইশ ও সাতকানিয়ায় ৪ জন করে ও লোহাগাড়ায় ৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ