বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংতি টাকা দিতে না পারায় নার্স রোগীকে কেবিনে ঢুকতে না দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন স্বজনরা। গত শুক্রবার রাতে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
নিহতের নাতি রানা জানান, শুক্রবার রাতে তার দাদা আকরাম হোসেন শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পরলে তাকে একতারপুর গ্রাম থেকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তার দাদাকে ভর্তি রাখেন এবং জরুরি ভিত্তিতে অক্সিজেন দেবার নির্দেশ দেন নাইট ডিউটিরত নার্স মমতাজ বেগম ও রিনা খাতুনকে। এসময় তারা কেবিন নিতে চাইলে নার্স আগে কেবিন ভাড়া জমা দিতে বলেন। ভাংতি টাকা না থাকায় নার্স দুজনের সাথে তাদের বাকবিতন্ডা হয়। কেবিনে নিয়ে আগে তার দাদার চিকিৎসা শুরু করতে অনুরোধ করলে নার্স দুজন কোনভাবেই রাজি হননি বলে জানান তিনি। এভাবে ১৫/২০ মিনিট অতিবাহিত হয়ে গেলে তার দাদার শারীরিক অবস্থার অবনতি হয় এবং এক পর্যায়ে শ্বাসকষ্টে ছটফট করতে করতে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। রানা আহাজারি করে বলেন তার দাদাকে নার্স দুজন অবহেলা করে মেরে ফেলেছে। তিনি তাদের বিচার দাবী করেন। এ ব্যাপারে খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান সোহেল জানান, একজন মুমূর্ষু রোগী হাসপাতালে আসলে প্রথমে তার চিকিৎসা শুরু করতে হয়।
কিন্তু রোগীর স্বজনদের দাবী আগে কেবিনে রোগী নিয়ে তারপর চিকিৎসা শুরু করতে হবে। যে কারণে নার্সদের সাথে কথা কাটাকাটি করতে করতে কালক্ষেপন হয় এবং কেবিনে নেবার পর রোগী মারা জান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।