বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের তিন কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনা তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে একটি দরখস্ত দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়িত ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল হতে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মিটানো হবে। প্রথম বছর ব্যয়ের জন্য মাদারীপুর কেন্দ্রে বরাদ্দ প্রদান করা হয় এক কোটি ৬৭ লাখ নব্বই হাজার টাকা। এই টাকা সরকাররি ক্রয় নীতি (পিপিআর-বিধি ২০০৮) ও সকল সরকারি আর্থিক বিধি বিধান অনুসরণ না করে নগদ উত্তোলনের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মো. ছালেহ উদ্দিন এবং একই অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ এবং হিসাবরক্ষক নাহিদা আক্তার সরকারি কোন আদেশের তোয়াক্কা না করে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ জুন ক্লোজিং এর নামে নগদ উত্তোলন করেছে। উত্তলনকৃত টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে খরচ করেছে বলেও অভিযোগ করা হয়। দুর্নীতি দমন কমিশনের দাখিলকৃত অভিযোগ পত্রে দাবি করা হয়েছে প্রকল্পের ব্যাংক হিসাব নম্বরের মে ও জুন মাসের ব্যাংক স্ট্যাটেমেন্ট দেখলেই সত্যতা পাওয়া যাবে। এছাড়াও নাম মাত্র একটি ক্রয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির কর্মকর্তা কর্মচারিরা বিল ভাইচারে স্বাক্ষর না করলে শারিরীক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। তবে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্প পরিচালক মো. ছালেহ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি অভিযোগের ব্যাপারে বলেন, কত জনে কত কথা বলবে। তবে দুই একটি হাই অফিসিয়াল অনুষ্ঠানের টাকা তুলে রাখা হয়েছে। আগামীতে আমাদের অডিট হবে, অডিটেই সব ফলাফল পাওয়া যাবে। তবে অধিকাংশই গবেষণা খাতে ব্যয় হয়েছে বলেও জানান তিনি। তবে অপর দুই অভিযুক্তকে অফিসে গিয়ে পাওয়া যায়নি। তবে মুঠোফোনেও এব্যাপারে কথা বলতে রাজি হননি।
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো.আতিকুর রহমান ডাল গবেষণা কেন্দ্রের তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।