Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৬ পিএম

সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মছদ্দর আলী (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ভল্লবপুর গ্রামে। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মুজিবুর রহমান (৫৫) নামের অপর আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। তিনি ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের ভল্লবপুর গ্রামের মৃত মনাই মিয়ার পুত্র। নিহত ও আহত দুই ব্যক্তি সম্পর্কে বিয়াই।

স্থানীয় সূত্র জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গ্রাম থেকে মৌসুমের আমন ক্ষেতের ধানের চারা নিয়ে নৌকা যোগে ছাতকের ভল্লবপুর গ্রামের বিয়াইর বাড়িতে যাচ্ছিলেন মছদ্দর আলী। ওই নৌকাতে ছিলেন মছদ্দর আলীর বিয়াই মুজিবুর রহমান। নৌকাটি ভল্লবপুর গ্রামের উত্তরে মনিরখালের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে মছদ্দর আলী ও তার বিয়াই মুজিবুর রহমান আহত হন। তাদেরকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মছদ্দর আলীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিন নামের নিহতের এক স্বজন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, তিনি শুনেছেন এক ব্যক্তি ছাতকের ভল্লবপুর এলাকায় বজ্রপাতে মারা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ