রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোর মণিরামপুরে কপোতাক্ষ নদে ডুবে তিন সন্তানের জননী মলি খাতুনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে স্বজনরা নিহত নারীর লাশ নদের পানিতে ভাসতে দেখেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নদে হাস খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি। মলি উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামের আখিরুল ইসলামের স্ত্রী। মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের মেম্বর আজব আলী জানান, মলি খাতুনের ৩-৪টি হাঁস কয়দিন ধরে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নদের ওপারে হাঁস দেখতে পেয়ে পানি সাঁতরে হাঁস আনতে যান মলি খাতুন। পরে আর বাড়ি না ফেরায় রাতভর নদে তার সন্ধান চলে। রাতে খবর পেয়ে রাজগঞ্জ ক্যাম্প থেকে পুলিশ আসে। কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে বাড়ির অদূরে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।