রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কক্সবাজারের মহেশখালীতে বিরোধের জের ধরে আবদুর শুক্কুর (৬৫) নামের এক পল্লী পশু চিকিৎসকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যার করেছে। গত শুক্রবার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদু শুক্কুর হোয়ানকের ছনখোলা পাড়া গ্রামের মৃত বদিউল আলমের পুত্র।
জানা যায়, সকালে নিজের চাষাবাদের জমি দেখতে গিয়েছিলেন। সেখানে মিজ্জির পাড়ার মোর্শেদ, মকছুদ, জয়নালসহ আরও ১০/১৫ জন পূর্বপরিকল্পিতভাবে হামলা করে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আহত অবস্থায় চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, জমির বিরোধের এ হত্যাকান্ড হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।