রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুয়াকাটায় ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। পৌর শহরের খাজুরা এলাকার বাসিন্দা কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। গত শুক্রবার দুপুরে বন্যপ্রাণী অভয়ারন্য টেংরাগিরি বনে সাপটিকে অবমুক্ত করা হয়।
এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, আবদুল খালেক নামে ওই কৃষক তার ধানক্ষেতে সাপটি দেখতে পান। এরপর কয়েকজনের সহযোগিতায় তিনি জাল ফেলে সাপটিকে ধরে বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন সংগঠনের সদস্যরা।
কৃষক আবদুল খালেক জানান, ক্ষেতে কাজ করতে গিয়ে আমি সাপটি দেখতে পাই। এটি বিশালাকৃতির হওয়ায় প্রথমে অনেকটা ভয় পেয়ে যাই। পরে জাল ফেলে আরো কয়েকজন কৃষকের সহায়তায় এটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
উদ্ধারকারী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপ ধরার খবর শোনামাত্রই আমাদের টিম নিয়ে ওই কৃষকের বাড়িতে যাই। পরে এটি জাল থেকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। এটি অনেকটা বড় হওয়ায় উদ্ধার করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপটি উদ্ধারে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। সাপটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।