বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশের অব্যাহত উন্নয়নের ধারা স্তব্ধ করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। সরকার হটানোর মানসে খুন-গুমের মিথ্যা অপপ্রচার চালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপি। দেশব্যাপি তাদের এসব অপপ্রচার ও ষড়যন্ত্রমুলক কর্মকান্ডে দেশের শান্তিপ্রিয় জনগন আজ বিএনপি বিমুখ হয়ে তাদের বিরুদ্ধে রুখতে প্রস্তুত রয়েছে।’
শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাংলাবাজারে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং মকছুদুল আলম মানিক ও ডাঃ আশাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও লক্ষীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতকের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো সাহেল, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম (আর্মি), উপজেলার আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম (আর্মি), বোগলা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান শেখ চান, মাহবুবুর রহমান হুমায়ুন, উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আতাউর রহমান ছানী, ছাতক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ আহমেদ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, সমাজ সেবক মাহবুবুর রহমান হুমায়ুন প্রমুখ।
উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নাজিমুল হক, ছাতক উপজেলা আওয়ামীলীগ সদস্য এবাদুল হক এমাদ, আফিক আলী , মাওলানা আব্দুল মজিদ, প্রিয়তুষ দে চন্ডীসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভা শেষে লক্ষীপুর ইউনিয়নের অসহায় দরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রধান অতিথি শামীম আহমদ চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।