প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দেশের প্রতিষ্ঠিত নাট্যদল প্রচ্যনাট। সারা বছরই নিয়মিত মঞ্চ নাটকে নিয়মিত এই দলটি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও বিভিন্ন নাটক মঞ্চায়নে ব্যস্ত থাকে এই দলটি। সম্প্রতি মঞ্চায়িত হয়ে গেল তাদের প্রযোজনায় একটি নাটক ‘রক্তপথ’। গত ২ ডিসেম্বর আজাদ আবুল কালাম নির্দেশিত নাটকটি মঞ্চায়িত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। ওয়ান মোর জিরো কমিউনিকেশনস-এর আয়োজনে ম্যাক্স নিবেদিত ‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’-এর দ্বিতীয় দিনে মঞ্চনাটকটি অনুষ্ঠিত হয়। নাটকটিতে উঠে আসে আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন অনেক ঘটনা। এ প্রসঙ্গে নির্দেশক আজাদ আবুল কালাম বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের চেতনা, অহংকার, আবেগ। আমরা সংস্কৃতিকর্মীরা চেষ্টা করি আমাদের কাজের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময়টাকে সবার সামনে তুলে ধরতে। তরুণদের মাঝে অনুপ্রেরণা জোগাতে। এই নাটকটির মধ্য দিয়েও চেষ্টা করেছি এমনই কিছু করতে।’ উল্লেখ্য, ‘বিজয়ের ৪৫ বছর-লাল সবুজের মহোৎসব’ এই আয়োজন চলবে ১৬ দিনব্যাপী। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনের সমাপনী দিন ১৬ ডিসেম্বর। শেষের দিন অনুষ্ঠিত হবে মেগা কনসার্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।