Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মত্যাগ আমাদের আরো শক্তিশালী করবে

শাওনের গায়েবানা জানাজায় মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. শাওন প্রধানের গায়েবানা জানাজা পড়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বাদ জুমা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা নামাজে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়া পল্টনে জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারে পেটুয়া বাহিনীর গুলিতে ভোলাতে নুরে আলম ও আবদুর রহিমের প্রাণ গেছে। নারায়ণগঞ্জে আমাদের আরেক ভাই শাওনের প্রাণ গেলো রক্ত ঝরলো। বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে সারাদেশে অসংখ্য জায়গায় একইভাবে সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র মুক্ত করার সৈনিক নারায়ণগঞ্জের শাওন পুলিশের গুলিতে শাহাদাতবরণ করেছেন। দুই সপ্তাহে আমাদের তিনজন ভাই পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। বৃহস্পতিবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিল ছিলো। কিন্তু পুলিশ তাতে গুলি চালিয়ে শাওনকে হত্যা করেছে। সে একটি কারখানাতে ওয়েলডিংয়ের কাজ করতো এবং যুবদলের সক্রিয় কর্মী ছিলো। কিন্তু কি অমানবিক, কী হৃদয়বিদারক যে, তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেনি। রাত দুইটায় পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন করা হয়েছে। দলের নেতা-কর্মী, পরিবারের সদস্য ও তার বন্ধুদের কাউকে সেই জানাজায় অংশ নিতে দেয়নি।

মির্জা ফখরুল বলেন, শাওনের এই রক্ত কখনো বৃথা যেতে পারে না, তার আত্মত্যাগ আমাদেরকে আরো শক্তিশালী করবে। গণতন্ত্রের মুক্তির জন্য যে সংগ্রাম শুরু করেছি, যে লড়াই আমরা শুরু করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে লড়াই আমরা শুরু করেছি। আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের দেশের সমগ্র জনগণকে সম্পৃক্ত করে রাজপথে আন্দোলনের মধ্যদিয়ে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্যদিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। বিশেষ করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব্ দল বিএনপিকে তারা নির্মূল করতে চায়। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে শাওন সহ অন্যদের হত্যা করেছে। কিন্তু শাওনের রক্ত বৃথা যাবেনা। শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা তার রক্তের প্রতিদান নিতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে শাওনের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন এই দোয়া করি।

এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, বেনজীর আহমেদ টিটো, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মাহবুব ইসলাম মাহবুব, রফিকুল আলম মজনু, আমিনুল হক, খন্দকার আবু আশফাক, ওলামা দলের প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভূইয়া জুয়েল, গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, ডা. জাহেদুল কবির জাহিদ, বিশদলীয় জোটের শরিক জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির ক্বারী আবু তাহের সহ কয়কেশো নেতাকর্মী। পরে শাওনের স্মরণে দোয়া করা হয়। এদিকে গতকাল বাদ জুম্মা বগুড়া শহরে গায়েবানা জানাজা নামাজে অংশগ্রহণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, ওবায়দুর রহমান চন্দন, ভিপি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে গায়েবানা জানাযা গতকাল বাদ জুমা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির আহ্বায়ক ডা শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি নেতা এম এ আজিজ, মো মিয়া ভোলা, ইয়াসিন চৌধুরী লিটন, মো শাহ আলম, কামরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লি শরিক হন।
বগুড়া ব্যুরে‌্য জানায়, বগুড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জুমা বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ প্রমুখ।

যশোর ব্যুরো জানায়, জেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। জানাজার নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সাধার সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মালেক, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা অংশ নেন।

খুলনা ব্যুরো জানায়, খুলনায় বাদ জুমা কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয়েছে। জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির ও জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমুখ ।

নোয়াখালী ব্যুরো জানায়, গায়েবানা জানাজা নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু নাছের, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



 

Show all comments
  • Muntaha Islam Rimi ৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৬ এএম says : 0
    ইনশাআল্লাহ এই ভোট ডাকাতর বিচার হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ