Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বজ্রপাতে কৃষক নিহত : আহত ৩

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ কৃষক। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মাঠে এ বজ্রপাত হয়। ঘরিপুর উপজেলার মানিকখাড়ি গ্রামের সলেমান আলীর ছেলে নিহত পিয়ার আলী (১৯) তিনি বজ্রপাতে নিহত হওয়ার সময় জমিতে কাজ করছিলেন। আহতরা হলেন, একই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মহসিন আলী (২৫) এবং আব্দুল জব্বারের ছেলে দানেশ আলী (২৮) ও জবিবর রহমানের ছেলে আব্দুল হক (২৫)। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে মৌসুমী কৃষি কাজের জন্য ৮ জন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় প্রচন্ড মেঘ ও বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে পিয়ার আলী ঘটনাস্থলেই নিহত হন। তিন জন আহত হন। আহতদের মধ্যে মহসিন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দানেশ আলী ও আব্দুল হককে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে। হরিপুর থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ